বিশ্বে করোনায় মৃত ৩৩ হাজারের বেশি মানুষ ৷ করোনায় বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ৭ লক্ষ ২১ হাজার ৷ আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক ৷ ১ লক্ষ ৪১ হাজার ৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত এখনও পর্যন্ত ২৫০০-র কাছাকাছি মানুষ ৷ ইতালিতে করোনায় মৃত ১১ হাজার ৷ পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন বহু মানুষ ৷ বিশ্বে করোনায় সুস্থ এখন ১ লক্ষ ৫১ হাজার ৷
এদিকে করোনা মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রে যে ১৫ দিনের লকডাউন জারি করা হয়েছে, তা আর বাড়াবেন না বলেই মত প্রেসিডেন্টের। স্বাস্থ্য অধিকর্তাদের মত উপেক্ষা করেই সব নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পক্ষে তিনি। এই নিয়ে দেশের একাংশ তাঁর বিরুদ্ধে ক্ষেভ উগড়ে দিয়েছে।