লকডাউনে ব্রিটেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানা গিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ । টুইটারে নিজেই এই খবর দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “গত ২৪ ঘণ্টায় আমার মধ্যে সামান্য করোনা উপসর্গ দেখা গিয়েছে। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট বেরিয়েছে। তাই নিজেকে স্বেছায় গৃহবন্দি করলাম। তবে সরকার পরিচালনায় আমি ভিডিও কনফারেন্সিংয়ের সাহায্য নেবো।” চলতি সপ্তাহের প্রথমেই করোনা পজিটিভ ধরা পড়েছে যুবরাজ চার্লসের। প্রিন্স অফ ওয়েলস চার্লস আর যুবরানী ক্যামেলিয়াকে রাখা হয়েছে আইসোলেশনে।
এদিকে ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে শুক্রবার রেপো ও রিভার্স রেপো রেট কমালো আরবিআই। শুক্রবার রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে হল ৪.৪ শতাংশ। ৯০ বেসিস পয়েন্ট কমেছে রিভার্স রেপো রেট। বর্তমানে রিভার্স রেপো রেট দাঁড়াল ৪ শতাংশে। শুক্রবার এই ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস।