ঢাকা: করোনা সংক্রমণ ছড়াল বাংলাদেশেও৷ পরিস্থিতি মোকাবিলায় শেখ হাসিনা সরকার বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান বাতিল করেছে৷ এই অনুষ্ঠানে যোগদান করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ মূল অনুষ্ঠানটি বাতিল হওয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে৷
মুজিববর্ষ পালনের উদ্যোগী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানান৷ একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতেও অনুরোধ করা হয় তাঁকে৷ একদিকে তোরজোর চলছে উৎসবের৷ তারমধ্যেই তিনজন করোনা আক্রান্তের খোঁজ মেলে৷ তার জেরেই বাতিল হতে পারে এই দ্বিপাক্ষিক আলোচনা৷ সূত্রের খবর এই আলোচনায়, সিএএ-এনআরসি-র মতো বিষয়গুলি উঠে আসার সম্ভাবনা ছিল৷ এখন এই বৈঠক হবে কি না, সে বিষয়ে বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেবে এদিনই৷