হোমঅফবিটটুপির ফাঁদে পায়রারা! উদ্ধার হল লাস ভেগাসে

টুপির ফাঁদে পায়রারা! উদ্ধার হল লাস ভেগাসে

টুপির ফাঁদে পায়রারা! উদ্ধার হল লাস ভেগাসে

সপ্তাহখানেক আগে লাস ভেগাসে (Las Vegas) কাউবয় টুপি পরিহিত পায়রাদের (Pigeons Wearing Cowboy Hats) ভিডিও বিপুল ভাবে ভাইরাল হয়েছিল অনলাইনে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেছিলেন ভিডিওটি। দেখা গিয়েছিল পায়রারা মাথায় ছোট্ট টুপি পরে ঘুরছে কিংবা কোনও কারণে ওই টুপি তাদের মাথায় আটকে গিয়েছে। অনেকেই এমন টুপি পরা মজাদার পায়রার ছবি দেখে মজা পেয়েছেন। অনেকেই কমেন্ট করেন ভিডিওর কমেন্ট সেকশনে। তবে পাশাপাশি কেউ কেউ আশঙ্কাও প্রকাশ করেছিলেন।

নেটিজেনরা পাখিদের নাম দিয়েছিল ক্লাক নরিস ও কুলামিটি জেন। অনেকেই পাখিদের এমন অবস্থা দেখে আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই টুপির ফাঁদ থেকে মুক্তি দেওয়া হোক পায়রাদের।


spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img