প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল (Petrol), ডিজেলের দাম। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। দেশে এখন পেট্রোলের দাম বিমানের জ্বালানিকে ছাড়িয়ে গিয়েছে। রবিবারের হিসেব অনুযায়ী, পেট্রোলের দাম বিমানের জ্বালানির চেয়ে ৩৩ শতাংশ বেশি।
রবিবার কলকাতায় (Kolkata) পেট্রোলের দাম লিটারে ৩৩ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ টাকা ৪৩ পয়সা। আর ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৬৮ পয়সা।
Read More : বাংলাজুড়ে টানা ৩ দিন দুর্যোগের পূর্বাভাস, সতর্কতা জারি
দিল্লিতেও পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০৫ টাকা ৮৪ পয়সা। এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৪ টাকা ৫৭ পয়সা।
দিল্লিতে বিমানে ব্যবহৃত টারবাইল জ্বালানি (Aviation Turbine Fuel বা ATF)-র ১০ কিলোলিটারের দাম ৭৯ হাজার ২০ টাকা ১৬ পয়সা। সেই হিসেবে প্রতি লিটারের দাম দাঁড়ায় ৭৯ টাকা। অর্থাৎ দেশে এখন পেট্রোলের দাম বিমানের জ্বালানির তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।
মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১১ টাকা ৭৭ পয়সা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০২ টাকা ৫২ পয়সা।
চেন্নাইয়ে পেট্রোলের দাম ১০৩ টাকা ১ পয়সা এবং ডিজেলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা। অর্থাৎ দেশের মধ্যে চেন্নাইয়ে পেট্রোলের দাম সবচেয়ে কম। সবচেয়ে বেশি মুম্বইয়ে।