হোমশিক্ষাপশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড পাওয়ার সরাসরি লিঙ্ক

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড পাওয়ার সরাসরি লিঙ্ক

পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার জন্যে অ্যাডমিট কার্ড পাওয়ার সরাসরি লিঙ্ক

পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড তাদের অফিসার-কাম-ইনস্ট্রাক্টর পদের পরীক্ষায় বসার জন্যে অ্যাডমিট কার্ড (Staff Officer-Cum-Instructor Admit Card) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গ শাখার এই পরীক্ষার প্রাথমিক লিখিত পরীক্ষাটি আগামী ২৯ মার্চ, ২০২০ (রবিবার) বেলা ১২ টা থেকে ১:৩০ পর্যন্ত নেওয়া হবে। এই পরীক্ষার আবেদন পত্র আপনি যদি পূরণ করে থাকেন তবে তার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড হাতে পেতে ক্লিক করুন www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে। তাছাড়া পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের ওয়েবসাইট wbdmd.gov.in/Cival_Defence/CD_Default.aspx এও মিলবে এই অ্যাডমিট কার্ড। প্রার্থীরা নিজেদের আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ওই পরীক্ষার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন।

পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড জানিয়েছে, প্রার্থীরা যেন স্পোর্টস সু, স্নিকারস, হাই হিল বা অন্য কোনও বিশেষ ধরণের জুতো পরে পরীক্ষা দিতে না আসেন, কেননা তা হলে তাঁদের পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img