হোমঅফবিটপেঁয়াজের ঝাঁজে কী গান জুড়ল Amul girl?

পেঁয়াজের ঝাঁজে কী গান জুড়ল Amul girl?

পেঁয়াজের ঝাঁজে কী গান জুড়ল Amul girl?

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। মধ্যবিত্তের মাথায় হাত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ এই নিয়ে মজাদার মিমস তৈরি করছেন। মিমস বানানোর তালিকায় এখন আমুলের(Amul) নামও জুড়ে গেল। যদিও আমুলের তরফ থেকে যেকোন ইস্যুতেই সোশ্যাল মিডিয়াতে  মজার মজার পোস্ট শেয়ার করা হয়। কিন্তু এবার পেঁয়াজের দাম বৃদ্ধির ইস্যু নিয়ে মজাদার কার্টুন তৈরি করে ফেলেছে আমুল।

আমুল এই কার্টুনটি নিজের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে শেয়ার করেছে। এই কার্টুনটিতে দেখা যাচ্ছে আমুল গার্ল তিনটে পেঁয়াজ নিয়ে একসঙ্গে জাগলিং করছে। আর নিজের পায়ের কাছে একটা ট্রে রাখা রয়েছে । যাতে রয়েছে একটা ছুরি। ছবিতে ক্যাপশনে লেখা আছে “কহো না পেঁয়াজ হ্যায়।” বলিউডের বিখ্যাত গান “কহো না প্যায়র হ্যায়।”থেকে অনুপ্রাণিত হয়েই এরকম একটি ক্যাপশন বেছেছে আমুল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img