হোমসাহিত্য-সংস্কৃতিপ্রীতিলতার জন্মদিনে যাত্রা শুরু বাংলা বেতারের

প্রীতিলতার জন্মদিনে যাত্রা শুরু বাংলা বেতারের

প্রীতিলতার জন্মদিনে যাত্রা শুরু বাংলা বেতারের

নিজস্ব সংবাদদাতা : বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদারের জন্মদিনে যাত্রা শুরু হল অনলাইন রেডিও স্টেশন
“বাংলা বেতার”। এতে বর্তমান রাজনীতির পাশাপাশি তুলে ধরা হবে বাংলার ইতিহাস, সংস্কৃতি, লৌকিক শিল্প-কলা প্রভৃতি। তুলে ধরা হবে বাংলার উঠতি শিল্পীদের। থাকবে শ্রুতি নাটক, বিখ্যাত কবি-সাহিত্যিকের লেখা পাঠ ও চর্চা।

বাংলা বেতারের পিছনে রয়েছে ‘জাতীয় বাংলা সম্মেলন’ নামে একটি সংগঠন। বিভিন্ন সময়ে তারা নানা ধরনের আন্দোলনের কর্মসূচিও নিয়েছে।

আপনার এলাকার যে কোনও ঘটনা আমাদের ভিডিও করে পাঠান। পছন্দ হলে আমাদের পোর্টালের মাধ্যমে আমরা তা মানুষের কাছে পৌঁছে দেব। হোয়াটস অ্যাপ 83719-31003

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img