সুতপা সরকার, বারাসত : বাঁদরের দৌরাত্ম্যে অতিষ্ঠ বারাসাতের নতুনপুকুর অশ্বিনীপল্লী এলাকার মানুষ। এই অঞ্চলটি বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অধীন। গত বেশ কয়েকদিন ধরে এখানে বাঁদরের উৎপাত চলছে। ইতিমধ্যে জখম হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে পড়াশোনা করছিলো একটি শিশু। আচমকাই বাঁদরটি ঘরে ঢুকে ওই শিশুর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঁদরের কামড়ে জখম হয় শিশুটি। শনিবার সকালে স্থানীয় এক পশুপ্রেমী যুবকের তরপরতায় বাঁদরটি ধরা পড়ে।বাঁদরটিকে স্থানীয় স্কুলের ঘরে আটকে রেখে বনদপ্তরে খবর দেন এলাকার কাউন্সিলর সমীর তালুকদার। এরপর বাঁদরটিকে নিয়ে যান বনদপ্তরের কর্মীরা। সমীরবাবু জানান, বেশ কিছুদিন ধরে বাঁদরটির হামলায় এলাকার অনেক মানুষ জখম হয়েছেন। এই নিয়ে পাড়ায় আতঙ্কেরও সৃষ্টি হয়।