হোমবিনোদনবাহারি মনোকিনিতে ভিয়েতনামেও আগুন ঝরালেন মনামি..

বাহারি মনোকিনিতে ভিয়েতনামেও আগুন ঝরালেন মনামি..

বাহারি মনোকিনিতে ভিয়েতনামেও আগুন ঝরালেন মনামি..

মনামি ঘোষ, ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিয়েছেন অনেকগুলো বছর। উইকিপিডিয়া বলছে তাঁর বয়স ৩৫। দেখে মনে হয় সদ্য যৌবনে পা দেওয়া কোনও কলেজছাত্রী বুঝি। এমনটাই ক্যারিশ্মা তাঁর।

ইনস্টাগ্রামে তাঁর সদ্য শেয়ার করা ছবিটি যেন উষ্ণতার ওভারডোজ। হলুদ মনোকিনিতে তাঁর ‘সুইম স্যুট লুক’ এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’। মানানসই ইয়ারিংস থেকে শুরু করে নেলপলিশ… তিনি যে ফ্যাশনিস্তা তা আঁচ করাই যায়।

কিছু দিন আগেই পুজোর মরসুমে তাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তিনি। মনামির ইনস্টাগ্রাম সেখানকার ট্রাভেল ডায়েরিতে ভরা। কখনও হোটেলের সুইমিং পুলে সুইমসুটে রিল্যাক্স করতে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও বা ভিয়েতনামি খাবারের স্বাদ নিতে দেখা গিয়েছে তাঁকে।

View this post on Instagram

When by the pool….

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img