হোমঅফবিটবড় রাস্তায় কুমিরের ভিডিও ভাইরাল

বড় রাস্তায় কুমিরের ভিডিও ভাইরাল

বড় রাস্তায় কুমিরের ভিডিও ভাইরাল

রাস্তা পেরোচ্ছে এক কুমির (Alligator)! স্বাভাবিক ভাবেই চোখের সামনে এই ভয়ঙ্কর সুন্দরপ্রাণীকে দেখে গাড়ির চালকরাও সাবধান। সকলেই ধীরেসুস্থে গাড়ি চালিয়ে তাকে রাস্তা পেরনোর সুযোগ করে দিলেন। ভিডিওটি ভাইরাল (Viral Video)। ঘটনা কানাডার মন্ট্রিলের। রবিবার সেখানে বড় রাস্তায় গদাই লস্করি চালে এক কুমিরকে রাস্তা পেরোতে দেখা যায়।

কেন অত আস্তে যাচ্ছিল কুমিরটি? এমটিএল ব্লগ থেকে জানা যাচ্ছে, সে সময় মন্ট্রিলের তাপমাত্রা ছিল মাইনাস চার ডিগ্রি! সরীসৃপরা ঠান্ডায় খুবই কাবু হয়ে পড়ে। সেই সময় তাদের চলাফেরার গতি শ্লথ হয়ে পড়ে। এই কুমিরটিও সেই কারণেই হেলেদুলে রাস্তা পার হচ্ছিল।

ভিডিওটি তুলে টুইটারে পোস্ট করেন মায়সাম সামাহা।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img