বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৫৩ হাজার ছাড়াল। বিশ্বে করোনা আক্রান্ত ১০ লক্ষ ১৪ হাজার জন। এরমধ্যে শুধুমাত্র আমেরিকায় করোনায় মৃত ৬০০০ ছাড়াল। স্পেনে করোনায় মৃত প্রায় ১০ হাজার। সবথেকে ভয়াবহ স্থানে রয়েছে ইতালি। ইতিমধ্যেই ইতালিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।
দেশেও কড়াল থাবা বসিয়েছে করোনা, ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে ৫৩। আক্রান্তের সংখ্যা২০৬৯ । এখনও পর্যন্ত দেশে ১৫৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষ করোনার সম্মুখীন হয়েছেন।
এদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিজামুদ্দিন জমায়েতে ৯৬০ জন বিদেশীও এসেছিলেন। তাঁদের চিহ্নিত করে তাঁদের ভিসা বাতিল করছে কেন্দ্র। ১৯৪৬ সালের বিদেশী আইন মোতাবেক এঁদের বিরুদ্ধে মামলাও রুজু করা হচ্ছে। তামিলনাড়ুতে নতুন করে ৭৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার মধ্যে ৭৪ জন নিজামুদ্দিন দরগায় গিয়েছিলেন। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখা ৩০৯, তার মধ্যে দরগা ফেরত ২৬৪।
রাজ্যেও দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড ১৯ পজিটিভ আরও ১৬ জন ৷ সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩ ৷