মৃত্যুর নগরী হয়ে উঠেছে ইতালি। শুক্রবার সেখানে করোনা সংক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল। এদিন সংক্রমণের ফলে মৃত্যু হয়েছে মোট ৯৬৯ জনের। এ যাবৎ ইতালিতে মৃতের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গিয়েছে।
তবে হাল ছাড়ছেন না চিকিৎসকরা। রয়েছে আশার আলোও। শুক্রবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১০৯৫০ জন। বৃহস্পতিবার সুস্থ হয়েছিল ১০৩৬১ জন। ইতালির কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বয়ান অনুযায়ী, এ যাবৎ মোট ৮৬৫০০ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে এই দেশে। তবে আক্রান্ত হওয়ার গতি হ্রাস পেয়েছে।
বিশ্বে করোনার সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ৫ লক্ষ ৯৬ হাজার জন। ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে । হুহু করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের দেশে শেষ পাওয়া খবর অনুযায়ী আক্রান্ত ৮৪হাজার ৮৪০জন।