হোমঅফবিটলকডাইনে ঘরবন্দি আট থেকে আশি, প্রজনন বাড়াতে তাই সমুদ্র সৈকত দখল লাখো...

লকডাইনে ঘরবন্দি আট থেকে আশি, প্রজনন বাড়াতে তাই সমুদ্র সৈকত দখল লাখো কচ্ছপের?

লকডাইনে ঘরবন্দি আট থেকে আশি, প্রজনন বাড়াতে তাই সমুদ্র সৈকত দখল লাখো কচ্ছপের?

ওয়েবডেস্কঃ কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! করোনা ঠেকাতে দেশ ব্যাপি লকডাউন। ঘরবন্দি আট থেকে আশি। ফলে, সমুদ্রের তীরে বসে হাওয়া খাওয়া বা ঢেউ গোণার জন্য ভিড় নেই পর্যটকদের। এই সুযোগ কাজে লাগিয়েছে লাখো কচ্ছপ ! মানুষের বদলে তারাই ওড়িশার  রুশিকুল্যা সমুদ্র পাড়  দখল করেছে। তাও আবার কী উদ্দেশ্যে জানেন? ডিম পেড়ে প্রজনন বাড়াতে! 

বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। সেখানে এই মুহূর্তে মানুষের অবাঞ্ছিত ভিড়, উপদ্রব নেই। ফলে, সুযোগ বুঝে তারা এখানে হাজির প্রজনন বাড়াতে।

প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে। বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। একই সঙ্গে বন বিভাগেও আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি।  

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img