শুধু বলিউড তারকারা নন। নেটিজেনদের নজর এড়াতে পারেন না স্টারকিডরাও। করিনা কপূরের ছেলে তৈমুর, শাহরুখ কন্যা সুহানা খান ইতিমধ্যেই শিরোনামে এসেছেন একাধিকবার। এ বার সেই তালিকায় প্রায়শই আসছেন আমির খানের মেয়ে ইরা খান। ইতিমধ্যেই ‘ইউরিপিডেস মেডিয়া’ নামের একটি নাটক পরিচালনা করে খবরে এসেছিলেন ইরা। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ফোটোশুটের কয়েকটি ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ফের আলোচনা শুরু হয়েছে আমির কন্যাকে নিয়ে।
ফোটোশুটের সেই ছবি শেয়ার করে ইরা খান লিখেছেন, ‘হোয়াট আ ভিউ…’ ফটোগ্রাফি বাই রুবেজ নামের মুম্বইয়ের এক সংস্থা তুলেছে সেই ছবি। সেখানে আমির কন্যাকে দেখা যাচ্ছে, বেগুনি রঙের পিঠখোলা গাউনে। সেই গাউন পরেই বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।
পোস্টের একদিনের মধ্যে সেই সব ছবিতে পড়েছে প্রায় ৪০ হাজার লাইক। দেখুন সেই ছবি—