হোমবিনোদনহাকানের শান্তিযাত্রা : অস্থির সময়ে মানবতাবাদের এক জীবন্ত দলিল

হাকানের শান্তিযাত্রা : অস্থির সময়ে মানবতাবাদের এক জীবন্ত দলিল

হাকানের শান্তিযাত্রা : অস্থির সময়ে মানবতাবাদের এক জীবন্ত দলিল

ওপার বাংলার বিশিষ্ট পরিচালক শাহরিয়ার কবিরের “হাকানের শান্তিযাত্রা” তথ্যচিত্রটি বুধবার কলকাতা প্রেস ক্লাবে প্রদর্শিত হল। তুরস্কের জনপ্রিয় শিল্পী ও লেখক হাকানের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই তথ্যচিত্র।

তাঁর গানের মাধ্যমে বিশ্বজুড়ে এয়োদশ শতকের সুফি কবি জালাল উদ্দিন রুমির মানবতাবাদী দর্শন প্রচার করেন হাকান। তুরস্কের রাজধানী ইস্তানবুলে একটি সুফি অ্যাকাডেমিও গড়ে তুলেছেন তিনি।

অনুষ্ঠানে শাহরিয়ার কবির বলেন, “ধর্মনিরপেক্ষ মানবতার আদর্শ আজ বিপন্ন। ইসলামকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে একশ্রেণির রাজনীতিক ধর্মীয় হানাহানিতে ইন্ধন যোগাচ্ছেন। তাই নাগরিক সমাজকেই এর বিরুদ্ধে পথে নামতে হবে।”

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, “এই অস্থির সময়ে বাস্তবের ছবি হল এই তথ্যচিত্র। ইসলামের নামে মানুষের মনে যে ভ্রান্ত ধারণা তৈরি করা হচ্ছে, এই তথ্যচিত্র তা দূর করতে সহায়তা করবে।”

বাউল গবেষক শক্তিনাথ ঝা, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস শূর সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই প্রদর্শনীর আয়োজন করেছিল ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img