হোমব্যবসাবাংলায় পরিকাঠামো ও শিল্প-বান্ধব পরিবেশের প্রশংসায় সিআইআই

বাংলায় পরিকাঠামো ও শিল্প-বান্ধব পরিবেশের প্রশংসায় সিআইআই

বাংলায় পরিকাঠামো ও শিল্প-বান্ধব পরিবেশের প্রশংসায় সিআইআই

রাজ্যের পরিকাঠামো ও শিল্প-বান্ধব পরিবেশের প্রশংসায় বণিকসভা সিআইআই (Confederation of Indian Industry)। শনিবার কলকাতায় সংগঠনের পূর্বাঞ্চলীয় বার্ষিক সম্মেলনে বিভিন্ন বক্তা শিল্পের প্রসারে রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

সিআইআই-এর ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, “বাংলা সহ গোটা পূর্বাঞ্চলে প্রতিভার অভাব নেই। যেটা প্রয়োজন, তা হল, উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা।” দক্ষ কর্মী তৈরির জন্য একেবারে তৃণমূল স্তরে প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

সিআইআই প্রেসিডেন্ট টি ভি নরেন্দ্রন বলেন, পূর্বাঞ্চলে শিল্পের প্রসারে পিপিপি মডেলের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগানের ঘাটতি নেই। রয়েছে পর্যাপ্ত জল। রয়েছে যোগাযোগের পরিকাঠামোও।”

সিআইআই-এর পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান বিজয় দেওয়ান বলেন, “দেশের অন্য রাজ্যের তুলনায় বাংলায় বেকারত্বের হার কম। উপযুক্ত পদক্ষেপ নিলে, এই হার আরও কমানো সম্ভব।” পূর্বাঞ্চলে শিল্প পরিকাঠামো ও বিনিয়োগ এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন বিভিন্ন বক্তা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img