হোমব্যবসা'এক স্টেশন এক পণ্য' প্রকল্প, স্থানীয় শিল্পীদের জীবিকার নয়া ক্ষেত্র

‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্প, স্থানীয় শিল্পীদের জীবিকার নয়া ক্ষেত্র

‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্প, স্থানীয় শিল্পীদের জীবিকার নয়া ক্ষেত্র

রিমা কয়াল: নরেন্দ্র মোদী সরকারের ‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্প ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্টেশনে দোকান হলেও, সেখানে মিলছে নানা সম্ভার।  আদিবাসীদের তৈরি নানান সামগ্রী, স্থানীয় তাঁত শিল্পীদের হাতে তৈরি তাঁতের কাপড়, কাঠের খোদাই কাজ, হস্তশিল্প, জামাকাপড় থেকে শুরু করে মশলা চা, কফি এবং অন্যান্য প্রক্রিয়াজাত/আধা প্রক্রিয়াজাত খাবার, এক কথায় গৃহস্থালির কাজে প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি নানা খাবার, সবই মেলে এই দোকানগুলিতে।

স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন সামগ্রীর বাজার তৈরি করতেই ২০২২-এর মার্চ মাসে এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্লোগান ছিল, ‘ভোকাল ফর লোকাল’। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন ধরনের বিশেষত্ব রয়েছে।

যেমন, পাটজাত পণ্যে (ক্যাপ, গামোচা, পুতুল) পশ্চিমবঙ্গের বিশেষ খ্যাতি রয়েছে।  আবার জম্মু ও কাশ্মীরের কাশ্মিরী গির্দা, কাশ্মিরী কাহওয়া ও শুকনো ফল। দক্ষিণ ভারতের কাজু, মশলা, চিন্নালাপট্টি হ্যান্ডলুম শাড়ির যেমন পরিচিতি রয়েছে, তেমনই দেশের পশ্চিমাঞ্চলে এমব্রয়ডারি সহ হাতের কাজের সুনাম রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img