মার্কিন মুলুকের বড় বড় শহরে ত্রাস ৷ এই মুহূর্তে আমেরিকাতে নিউইয়র্ক এই মারণ রোগের এপিসেন্টার ৷ ইতিমধ্যেই নিউইয়র্কে ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন ৷আমেরিকায় মৃত্যু ৭ হাজার ছাড়াল। গোটা আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৯২,৩৮১ আর নিউ ইয়র্কে আক্রান্ত ৫১,৮০৯ -বৃহস্পতিবার অবধি পাওয়া এই সংখ্যা অত্যন্ত ভয় দেখাচ্ছে ৷ মেডিক্যাল ইউনিটের সনস্ত সদস্যরা এই মারণ সংক্রমণে আক্রান্তদের কিভাবে সামাল দিয়ে চিকিৎসা করা হবে তা নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করছেন ৷
গভর্নর জানিয়েছেন আরও ২২০০ ভেন্টিলেটর এই মুহূ্র্তে হাতে আছে ৷ যাতে দৈনিক ৩৫০ করে অন্তত রোগি এলেই কয়েকদিনের মধ্যে সেই সংখ্যাও জাস্ট মুহূর্তে শেষ হয়ে যাবে ৷ বৃহস্পতিবার শহরের মেয়র বিল ডে ব্লাসিও জানিয়েছেন, শুধুমাত্র নিউইয়র্কেই ২৫০০ থেকে ৩০০০ নতুন ভেন্টিলেটর লাগবে ৷
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার কথা বলেছেন গভর্নর৷ তিনি নিশ্চিত হয়ে জানিয়েছেন, ফেডারেল গভর্নমেন্ট তাদের পক্ষে যা হওয়া সম্ভব সবরকমের সাহায্য করবে ৷ তিনি মনে করেন না নিউ ইয়র্ক শুধু হোয়াইট হাউসের বলার অপেক্ষায় থাকতে পারে ৷ তিনি বলেছেন ফেডারেল গভর্নমেন্ট ভেন্টিলেশনে নিয়ে সবরকম সাহায্য দেওয়ার জন্য তৈরি ৷