ফের আরেকবার সুদের হার কমাল দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হারে ২৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ৭দিন থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ১০ থেকে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল এসবিআই। আজ অর্থাৎ ১০ মার্চ থেকেই কার্যকর হচ্ছে পরিবর্তিত সুদের হার।
এক নজরে দেখে নেওয়া যাক এসবিআই এফডি-র পরিবর্তিত সুদের হার (২ কোটি টাকার কম)
৭ থেকে ৪৫ দিনের এফডি-র জন্য সুদের হার ৪ শতাংশ (এতদিন ছিল ৪.৫০ শতাংশ)
৪৬ থেকে ১৭৯ দিনের এফডি-র জন্য সুদের হার ৫ শতাংশ (পরিবর্তিত)
১৮০ থেকে ২১০ দিনের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ (অপরিবর্তিত)
২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৫০ শতাংশ (পরিবর্তিত)
১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ (এতদিন ছিল ৬ শতাংশ)
২ বছর থেকে ৩ বছরের কম সময়ের এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ (এতদিন ছিল ৬ শতাংশ)
৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ (এতদিন ছিল ৬ শতাংশ)
৫ বছর থেকে ১০ বছরের কম সময় পর্যন্ত এফডি-র জন্য সুদের হার ৫.৯ শতাংশ (এতদিন ছিল ৬ শতাংশ)
প্রবীণ নাগরিকদের জন্য সব ক্ষেত্রে সুদের হার ০.৫ শতাংশ বেশি।