বইমেলায় আজ থেকে শুরু হচ্ছে কলকাতা লিটেরারি ফেস্টিভাল। সল্টলেকে সেন্ট্রাল পার্কে এটির উদ্বোধনী ভাষণ দেবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌমিত্র চট্টোপাধ্যায়।
এর পর থাকবে ‘রাশিয়া রিডস ইন্ডিয়া ইন্ডিয়া রিডস রাশিয়া’ শীর্ষক আলোচনা। অন্য যে সব নিয়ে আলোচনা হবে, তার মধ্যে রয়েছে, ‘আর্ট অফ দি ম্যাটার, এক্সপ্লোরিং আইডেন্টিটি’, মডার্ন ফেয়ারি টেলস ফর মডার্ন টাইমস‘, ‘সেক্স এন্ড দ্য সিটি বিটুইন দি কভার অফ ২০২০’। নবনীতা দেব সেন স্মারকবক্তৃতা দেবেন তাঁর কন্যা নন্দনা সেন। ‘জহর ভানুর ১০০ বছরের হাস্যরস‘— এর ব্যাপারে বলবেন চন্দন সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর সঙ্গীতজীবনের ৫০ বছর উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠান পরিবেশন করবেন ঊষা উত্থুপ।
শুক্রবার ‘ভয়েসেস ফ্রম অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড‘, ‘লেসন ফ্রম হিস্ট্রি- ডু উই এভার লার্ন’ প্রভৃতি আলোচনা ছাড়াও উৎসবে থাকছে নবনীতা দেবসেনের ওপর স্মৃতিচারণ। কন্যা নন্দনা ছাড়াও থাকবেন বাণী বসু, অনিতা অগ্নিহোত্রী এবং সংযুক্ত দাশগুপ্ত। সংযোজনায় থাকবেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বিকেলে থাকছে অনুষ্ঠান ‘অভিযাত্রিক— দি ওয়ান্ডারলাস্ট উইদিন‘, ‘হার স্টোরি— দি উইমেন ইন ২০২০’, ‘হোয়াট দি ওয়ার্ল্ড নিডস ইজ আ লিটল বিট অফ ম্যাজিক’ প্রভৃতি।
এপিজে জিতপাল স্মারক বক্তৃতায় ‘ভারতের পরিবর্তন’ নিয়ে বলবেন বিশিষ্ট সাংবাদিক বীর সাংভি। ‘আমাদের জীবনে হিংসা’ বিষয়টি নিয়ে বলবেন আশিস নন্দী, জহর সরকার, অপর্ণা ভাল্দিক। কথোপকথনে থাকবেন মণিদীপা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের দুশো বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় হবে বিশেষ আলোচনা। এতে অংশ নেবেন অভীক মজুমদার, সুরেন্দ্রনাথ ভট্টাচার্য, অপরাজিতা দাশগুপ্ত এবং রামকৃষ্ণ ভট্টাচার্য। সংযোজনায় থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান দেবজ্যোতি মিশ্র-র।
শনিবার উৎসবে থাকছে ‘মিউজিক এন্ড লিরিক্স’, ‘হু ডিসাইডস হোয়াট উই রিড’, ‘হু আর উই হু ইলেক্ট‘, ‘রোমান্স দি সিটি’ শীর্ষক বিভিন্ন ধরনের আলোচনা। কেন নাগরিকদের সরব হওয়া উচিত— এ বিষয়ে আলোচনা করবেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রূপম ইসলাম এবং কৌশিক সেন। এতে সূত্রধরের ভূমিকায় থাকবেন পিয়া চক্রবর্তী।