হোমশাশ্বত_বাণীরানী রাসমণি (শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা)

রানী রাসমণি (শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা)

রানী রাসমণি (শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা)

শরীরত্যাগের কিছু পূর্বে রানী রাসমণি কালীঘাটে আদিগঙ্গাতীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহরক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে গঙ্গাগর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলােক জ্বালা রহিয়াছে দেখিয়া সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে, সরিয়ে দে, ওসব রােশনাই আর ভাল লাগছে না; এখন আমার মা আসছেন! তার শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলােকময় হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে মা এলে! পদ্ম যে সহি দিলে না—কি হবে, মা!.. কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হইয়াছে”।

  • রানী রাসমণি (শ্রীরামকৃষ্ণ-ভক্তমালিকা, পৃ – ৬৪০)
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img