সৌমাল্য মৈত্র : গ্রাম বাংলার সবুজ পরিবেশের মধ্যেই তিনি তাঁর শিল্প চর্চার রসদ খুঁজে পান। তাঁর সৃষ্টির ভাণ্ডার বহুমুখী। মূল ধারার কাজের বাইরে নিজস্ব শিল্পসৃষ্টির ভাবনায় মগ্ন থাকেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত চট্টোপাধ্যায়। ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাঁর স্বতন্ত্র শিল্পভাবনা।
তাঁর সৃষ্টির স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন বারাসতের মিত্র পাড়ার বাসিন্দা সুব্রতবাবু। ২০১৫ সালে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ইন্টার কালচারাল সোসাইটি অ্যান্ড রিসার্চ (কলকাতা) থেকে পেয়েছেন শান্তি পুরস্কার। একই বছরে গোলপার্কের রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত World Thinker’s and Writers Peace Meet-এ পেয়েছেন
বিশেষ সম্মাননা।
২০১৮তে গোলপার্কের রামকৃষ্ণ মিশনে বেঙ্গল আর্ট ফাউন্ডেশন আয়োজিত চিত্রপ্রদর্শনীতে তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে আরও বেশ কিছু পুরস্কার। চিত্রকলার ওপর দুটি বইও লিখেছেন সুব্রতবাবু। কথায় কথায় জানালেন, তাঁর শিল্পী জীবনে বড় ভূমিকা পালন করেছেন প্রয়াত মা মিতা চট্টোপাধ্যায় এবং বাবা প্রাণকৃষ্ণ চট্টোপাধ্যায়। মা-বাবার প্রেরণাতেই জীবনের প্রথম চিত্র প্রদর্শনীতে অংশ নেওয়া, বললেন সুব্রতবাবু।