তালিবানের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর ইস্তফা এবং তার কিছুক্ষণের মধ্যেই দেশ ছেড়ে পালালেন আফগানিস্তানের (Afghanistan) পদত্যাগী প্রেসিডেন্ট আসরফ ঘানি (Ashraf Ghani)। সূত্রে খবর, ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে তিনি তাজিকিস্তান চলে গিয়েছেন। তবে প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, নিরাপত্তার কারণে ঘানি কোথায় রয়েছেন, তা বলা যাবে না।
এক তালিবান মুখপাত্র জানাচ্ছেন, ঘানি গতিবিধি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তালিবানের কাবুল দখল নিশ্চিত হতেই মার্কিন কূটনীতিকরা চপারে দূতাবাস ছাড়তে থাকেন। ২০ বছর আগে ১১ সেপ্টেম্বরের হামলার পর তালিবানকে ক্ষমতাচ্যুত করেছিল মার্কিন সেনা।
রবিবার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যে বিনা বাধায় কাবুলের দখল নেয় তালিবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন গনি। তারপরই তিনি পদত্যাগ করেন।
গত দু’দিন ধরে হেরাট, আয়বাক, গজনি, কন্দহর, তালিকান, কুন্দুজ দখল করে তালিবান। তালিবান যেভাবে এগোচ্ছিল, তাতে কাবুল দখল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।