মার্চে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “Consular Bowls 2022”. কলকাতা ময়দানে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব তাঁবুতে আগামী ১১ থেকে ১৩ মার্চ এই প্রতিযোগিতার আসর বসছে।টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল।
কলকাতায় বিভিন্ন দূতাবাসের কর্মী এবং RCGC-র সদস্যরাই শুধুমাত্র এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। কলকাতায় নিযুক্ত বিভিন্ন দেশের কলসাল জেনারেল, ডেপুটি হাই কমিশনার এবং সাম্মানিক কলসাল, প্রত্যেকের টিম এতে যোগ দিতে পারবে।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে RCGC-র অধিনায়ক রোহন ঘোষ জানান, অতীতের ঐতিহ্য বজায় রেখে এবারও এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
সাংবাদিক বৈঠকে জার্মানির কনসাল জেনারেল ম্যানফ্রেড অস্টার (Manfred Auster) আরসিজিসি-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।
এই প্রতিযোগিতায় প্রতিটি দলে ৩ জন করে খেলোয়াড় থাকবেন। এর মধ্যে ২ জন কনস্যুলেটের এবং একজন আরসিজিসি-র। লিগ ম্যাচের খেলাগুলি হবে ১১ ও ১২ মার্চ এবং প্রি-কোয়ার্টার, কোয়ার্টার, সেমিফাইনাল এবং ফাইনাল হবে ১৩ মার্চ।