হোমPlot1IRDAI-এর নিয়মে বদল, স্বাস্থ্য বিমা থাকলে অবশ্যই জেনে রাখুন

IRDAI-এর নিয়মে বদল, স্বাস্থ্য বিমা থাকলে অবশ্যই জেনে রাখুন

IRDAI-এর নিয়মে বদল, স্বাস্থ্য বিমা থাকলে অবশ্যই জেনে রাখুন

স্বাস্থ্য বিমার ক্ষেত্রে নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনল আইআরডিএআই। এতদিন পর্যন্ত হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, হাঁটুর সমস্যার মতো রোগের চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্য বিমার সুযোগ পেতে ৪ বছর পর্যন্ত অপেক্ষা করতে হত।  অর্থাৎ, পলিসি করার আগে থেকেই যদি গ্রাহকের এই রোগগুলি থেকে থাকে, তাহলে পলিসি নেওয়ার পর ৪ বছর পর্যন্ত চিকিৎসায় কোনওরকম সুবিধা পেতেন না রোগীরা।

তবে এবার এই নিয়মে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে।  আইআরডিএআই জানিয়েছে, ১ এপ্রিল থেকে এই সব রোগের চিকিৎসায় বিমার সুবিধা পেতে হলে, ৪ বছরের পরিবর্তে ৩ বছর অপেক্ষা করতে হবে। তবে কোনও বিমা সংস্থা চাইলে,  পলিসি করার পর থেকেই এই সব রোগের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা প্রদান করতে পারবে। এক্ষেত্রে কোনও সর্বনিম্ন সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img