পিছিয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) শুরুর দিন। ২৯ মার্চ এই টুর্নামেন্ট শুরু হওয়া কথা থাকলেও তেমনটা হচ্ছে না। তার বদলে আইপিএল ২০২০ শুরু হবে ১৫ এপ্রিল থেকে। শুক্রবার এক বার্তায় এমন তথ্যই জানিয়েছে বিসিসিআই।
নভেল করোনা ভাইরাস (COVID-19) পরিস্থিতি সামলাতে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুক্রবার বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, “বিসিসিআই তার সমস্ত স্টেকহোল্ডারদের বিষয়ে এবং জনস্বাস্থ্যের বিষয়েও উদ্বিগ্ন। পাশাপাশি সমস্ত রকম বিপদ এড়াতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। আইপিএলের সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তার দিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।”
শুক্রবারই দেশের রাজধানী দিল্লিতে সব রকমের স্পোটিং ইভেন্ট বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে আইপিএল-ও। তার পরই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।