হোমগ্যাজেটএক চার্জে চলবে দুই দিন! ভারতে লঞ্চ হল Nokia 2.3

এক চার্জে চলবে দুই দিন! ভারতে লঞ্চ হল Nokia 2.3

এক চার্জে চলবে দুই দিন! ভারতে লঞ্চ হল Nokia 2.3

সম্প্রতি বিশ্ব বাজারে Nokia 2.3 লঞ্চ করেছিল HMD Global। বাজেট সেগমেন্টে Xiaomi ও Realme কে টেক্কা দিতে এবার ভারতে এই স্মার্টফোন। বুধবার ভারতে লঞ্চ হয়েছে Nokia 2.3। কোম্পানি জানিয়েছে নতুন এই ফোন কিনলে প্রথম এক বছরে হার্ডওয়্যারে যে কোন সমস্যা হলে বিনামূল্যে বদলে দেওয়া হবে। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম চলবে। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে এই ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে। Nokia 2.3 ফোনে থাকছে একটি Google Assistant বাটন। যে কোন সময় এই বাটন প্রেস করে Google Assistant ব্যবহার করা যাবে। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

Nokia 2.3 এর দাম

Nokia 2.3 এর দাম 8,199 টাকা। 2GB RAM + 32GB স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। 27 ডিসেম্বর শুরু হচ্ছে বিক্রি। ভারতে কোম্পানির অফিশিয়াল অনলাইন শপ ও বিভিন্ন অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Nokia 2.3।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img