হোমঅফবিটমালদহে নৌকাতেই কোয়ারেন্টিনে প্রৌঢ়

মালদহে নৌকাতেই কোয়ারেন্টিনে প্রৌঢ়

মালদহে নৌকাতেই কোয়ারেন্টিনে প্রৌঢ়

দেবাশিস পাল, মালদহ : পুরুলিয়ায় করোনো সংক্রমণ রুখতে ঘর ছেড়ে গাছের ডালে কোয়ারেন্টিনে গিয়েছিলেন ৭ জন গ্রামবাসী। এবার কোয়ারেন্টিনের জন্য নৌকাকে বেছে নিলেন এক বৃদ্ধ। ঘটনাটি মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার।

এখন টাঙ্গন নদীতে নৌকার ওপরই পড়ে রয়েছেন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। তাঁর বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। সম্প্রতি বুলবুলচন্ডীর ডোবা পাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। বাইরে থেকে আসায় এলাকার মানুষ তাঁর থাকা নিয়ে আপত্তি করেন।

এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে। চিকিৎসকরা তাঁকে ১৪ দিন আলাদা থাকার পরামর্শ দেন। কিন্তু আত্মীয়র বাড়িতে পর্যাপ্ত ঘর না থাকায় তিনি নৌকাতেই থাকার সিদ্ধান্ত নেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হবিবপুরের বিডিও।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img