এবার কোয়ারেন্টাইনের জন্য নিজেদের বিলাসবহুল চারতলা অফিস দিয়ে দিলেন কিং খান। শনিবার ব্রিহান মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এই খবর প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, এই কোয়ারেন্টাইনে মূলত শিশু, মহিলা এবং বয়স্কদের রাখা হবে।
এরপর অবশ্য শাহরুখের অনুদানের পরিমাণ প্রকাশ্যে আসে। করোনা ভাইরাস মোকাবিলায় অনেক কিছু প্যাকেজ নিয়ে এগিয়ে এসেছেন তিনি। এগিয়ে এসেছে তাঁর পরিচালনাধীন রেড চিলিস এন্টারটেইনমেন্ট, কলকাতা নাইট রাইডার্স। একটি বিবৃতি দিয়ে এই দুই সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, PM Care ফান্ডে তারা অনুদান দেবে।
এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবে রেড চিলিজ। এছাড়া, এছাড়া কলকাতা নাইট রাইডার্স ও ‘মীর ফাউন্ডেশন’ (Meer Foundation) মেডিকেল স্টাফদের ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেবে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে এই সুরক্ষা সরঞ্জাম দেওয়া হবে। এছাড়াও ‘এক সাথ’ নামের আর একটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুম্বইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে অন্তত একমাস খাদ্য সরবরাহ করবে।