হোমPlot1মদ বিক্রিতে শিকেয় লকডাউন বিধি, আবগারি দফতরের একগুচ্ছ নির্দেশিকা

মদ বিক্রিতে শিকেয় লকডাউন বিধি, আবগারি দফতরের একগুচ্ছ নির্দেশিকা

মদ বিক্রিতে শিকেয় লকডাউন বিধি, আবগারি দফতরের একগুচ্ছ নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ৪০ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে দেশজুড়ে মদ বিক্রিতে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার।

লকডাউন চলাকালীন মদের উপর বাড়তি ৩০% শুল্ক চাপিয়েছে রাজ্য সরকার। তাই মদ কিনতে গেলে, অতিরিক্ত দাম গুনতে হবে রাজ্যবাসীকে।

মদ বিক্রি নিয়ে একগুচ্ছ শর্তও জারি করেছে রাজ্য সরকারের আবগারি দফতর।

  • রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, দুপুর ১২ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত খোলা থাকবে দোকান
  • করোনা কনটেইনমেন্ট জোনে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ
  • কোনও গ্রাহককে একসঙ্গে ২ বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না
  • প্রত্যেক দোকানে স্যানিটাইজার রাখতে হবে।
  • ক্রেতাদের মধ্যে ৬ ফুট বজায় রাখা বাধ্যতামূলক
  • মাস্ক না পরলে কোনও ক্রেতাকে মদ বিক্রি করা যাবে না
  • দোকানের বাইরে মদের দামের তালিকা রাখা বাধ্যতামূলক হবে।
  • বার, ক্লাব বা হোটেলের সঙ্গে থাকা মদের দোকান খোলা যাবে না
  • কোনও শপিং মল বা শপিং কমপ্লেক্সের ভিতরে থাকা মদের দোকান খোলা যাবে না
  • অনলাইনেও মদ বিক্রি করা যাবে। ফোনে অর্ডার দিলে, তা গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img