সঞ্জয় বসাক, জগন্নাথ ভক্ত
চারধামের অন্যতম পুরীধাম।
ভূমির চারদিকে ভগবান তাঁর মহিমা লীলাবিলাস সম্পাদন করেন। আর যেখানে তাঁর লীলা বিলাস করেন, সেই সব স্থান ধাম নামে পরিচিত।
১. সত্য যুগে ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আভির্ভূত হন।
২. দ্বাপর যুগে দ্বারকা ধামে
শ্রীদ্বারকানাথ রূপে প্রকটিত হন।
৩. ত্রেতা যুগে দক্ষিণ ভারতের রামেশ্বরে
শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন।
৪. কলিযুগে পুরীধামে ভগবান
শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন।
চারধামের মধ্যে জগন্নাথ পুরী ধাম সর্বাপেক্ষা মহত্তম। কথিত আছে ভগবান রামেশ্বর ধামে স্নান করেন। দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন। পুরীধামে তিনি ভোজন করেন এবং বদ্রীনাথ ধামে ভগবান নিদ্রা যান।
পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান, যিনি পুরী ধামে বাস করেন তাঁকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম।
পুরীধাম এই ধরণীর স্বর্গ নামে খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র। তবুও এই দিব্য স্থান লক্ষ্মীদেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে, পুরীধাম শ্রীমতী রাধা রানির মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত অনুরঞ্জিত। পুরী ধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো।
ওড়িশার পবিত্র ভূমি চারটি ক্ষেত্রে বিভক্ত :
ক) পুরীধাম শঙ্খ ক্ষেত্র নামে পরিচিত
খ) ভুবনেশ্বর চক্র ক্ষেত্র
গ) জাজপুর গদা ক্ষেত্র ও
ঘ) কোনারক হচ্ছে পদ্ম ক্ষেত্র
স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও খ্যাত।
চলবে …..