হোমঅন্যান্যউৎসবের মাঝেই ত্রাণ সাহায্য আসানসোলের কৃষ্ণ ভাইয়ার

উৎসবের মাঝেই ত্রাণ সাহায্য আসানসোলের কৃষ্ণ ভাইয়ার

উৎসবের মাঝেই ত্রাণ সাহায্য আসানসোলের কৃষ্ণ ভাইয়ার

বাংলাজুড়ে এখন উৎসবের আমেজ। এর মধ্যেই ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আসানসোলের কৃষ্ণ প্রসাদ।

প্রায় প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকার অসহায় দুঃস্থ মানুষকে ত্রাণ সাহায্য করে চলেছেন।

সোমবার লালবাংলার ভুঁইয়া পাড়ার আরসিআই ফ্রি প্রাইমারি স্কুলে এক ত্রাণ শিবিরে ত্রিপল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। প্রাকৃতিক দুর্যোগে যাঁরা ঘরছাড়া হয়েছেন, এমন ৬০টি আশ্রয়হীন পরিবারের হাতে তুলে দেন ত্রিপল। এছাড়া, পরিবারকে চাল, ডাল, আলু সহ অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করেন।

কাল্লা বাইপাস মোড়েও একই ধরনের এক ত্রাণ শিবিরে ৬০টি ত্রিপল এবং ১০০ প্যাকেট ত্রাণ সামগ্রী তুলে দেন কৃষ্ণ প্রসাদ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img