হোমঅন্যান্য৯ অক্টোবর 'Calcutta Youth Meet', প্রস্তুতি চলছে জোরকদমে

৯ অক্টোবর ‘Calcutta Youth Meet’, প্রস্তুতি চলছে জোরকদমে

৯ অক্টোবর ‘Calcutta Youth Meet’, প্রস্তুতি চলছে জোরকদমে

৯ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘Calcutta Youth Meet’. এর উদ্যোক্তা স্ক্রিপ্ট প্রোডাকশনস (Script Productions)। জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত এই যুব উৎসবে এবার হাজির থাকবেন ঋতব্রত মুখার্জি, সুরঙ্গনা ব্যানার্জি, ঋদ্ধি সেন সহ টলিউডের বেশ কয়েকজন অভিনেতা।

বাংলার শিল্পকলা, সংস্কৃতি এবং ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তরুণ প্রতিভাকে তুলে আনার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন, জানালেন উদ্যোক্তারা। থাকছে বিভিন্ন বিষয়ের ওপর থাকছে একগুচ্ছ প্রতিযোগিতা। থাকছে নাচ, ফ্যাশন শো। এবারের উৎসবের উল্লেখযোগ্য দিক হল, মিস ক্যালকাটা প্রতিযোগিতা।

৮ বছর স্কুল-কলেজের কয়েকজন পড়ুয়ার হাত ধরে এই শহরেই জন্ম নিয়েছিল Script Productions। এই সংস্থা গড়ে তোলার পিছনে কাজ করেছে সিনেমা এবং সংস্কৃতির প্রতি তাঁদের বিশেষ ভালোবাসা এবং একাত্মতা।

এ পর্যন্ত ৪টি ইয়ুথ মিট হয়েছে। তবে করোনা থাবা বসানোর পর পূর্ব ভারতে এই প্রথম এ ধরনের যুব উৎসবের আসর বসতে চলেছে।

রাজ্য এবং জাতীয়, দুই স্তরেই ইতিমধ্যে স্বীকৃতি আদায় করে নিয়েছে Script Productions. অমিতাভ বচ্চন, তিনু আনন্দ, সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী, ধৃতিমান চ্যাটার্জি, সুহাসিনী মুলে সহ বিনোদন জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img