হোমরাজ্যBig Breaking : রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বাংলায় পুরোপুরি লকডাউন

Big Breaking : রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বাংলায় পুরোপুরি লকডাউন

Big Breaking : রবিবার থেকে ৩০ মে পর্যন্ত বাংলায় পুরোপুরি লকডাউন

করোনার বাড়বাড়ন্তের জেরে শেষ পর্যন্ত পুরোপুরি লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। কাল রবিবার থেকে ৩০ মে পর্যন্ত অর্থাৎ ১৫ দিনের জন্য বাংলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব কিছুই।

শনিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সরকারি সিদ্ধান্তের কথা জানান।

সরকারি ঘোষণা অনুযায়ী,

  • খুচরো ও পাইকারি দোকান, বাজার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য খোলা থাকবে।
  • সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে।
  • বাস, মেট্রো, ফেরি  পরিষেবা বন্ধ থাকবে।
  • জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলবে না।
  • বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
  • স্বাস্থ্য, আদালত, বিদ্যুৎ, পানীয় জল, সংবাদমাধ্যম, সাফাই, পেট্রোল পাম্প, গাড়ির যন্ত্রাংশের মতো জরুরি পরিষেবা প্রদানকারী পরিষেবা চালু থাকবে।
  • সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান।
  • বন্ধ থাকবে শপিং মল, স্পা, সিনেমা হল, শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুলও।
  • ওষুধের দোকান, চশমার দোকান খোলা থাকবে।
  • ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
  • রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক – সবরকম জমায়েতে নিষেধাজ্ঞা।
  • বিয়ের অনুষ্ঠানে ৫০ জন এবং সৎকারের ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নয়।
  • চা বাগানে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে। জুটমিলে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে।
  • পেট্রোল পাম্প, এলপিজি-র দোকান খোলা থাকবে।
  • রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো যাবে না।
  • সমস্ত আন্তঃরাজ্য ট্রাক চলাচল বন্ধ থাকবে।
  • চিকিৎসা সামগ্রী সরবরাহ, জ্বালানি, অক্সিজেন সাপ্লাই, দুধ, ডিম, মাংস সরবরাহের গাড়ি ছাড়।
  • ই-কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে।
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img