হোমরাজ্যএবার বিজেপি কর্মীর বাইকে রাজ্যপাল! ঘুরে বেড়ালেন নন্দীগ্রামে

এবার বিজেপি কর্মীর বাইকে রাজ্যপাল! ঘুরে বেড়ালেন নন্দীগ্রামে

এবার বিজেপি কর্মীর বাইকে রাজ্যপাল! ঘুরে বেড়ালেন নন্দীগ্রামে

কোচবিহার সফর নিয়ে বিতর্কের মধ্যেও বেপরোয়া রাজ্যপাল জগদীপ ধনখড়। এবার তিনি হাজির হলেন নন্দীগ্রামে। এবং যথারীতি নিশানা করলেন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিজেপি কর্মীর বাইকে চেপে নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে ঘোরেন রাজ্যপাল।

ধনখড়ের অভিযোগ, “ভোট শেষ হয়ে গেলেও এখনও নন্দীগ্রামে হিংসা থামেনি। রাজ্যের মানুষ হিংসার আগ্নেয়গিরির উপর বসে রয়েছেন।”

কোচবিহারে রাজ্যপালের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি। আর নন্দীগ্রামে তাঁকে অভ্যর্থনা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দুর সঙ্গেই গাড়িতে চেপে রওনা দেন রাজ্যপাল।

যদিও শুক্রবার শুভেন্দু সাংবাদিকদের বলেছিলেন, “নন্দীগ্রামে রাজ্যপালকে স্বাগত। হিংসা পরিস্থিতি উনি নিজেই ঘুরে দেখুন। বিজেপির কোনও নেতা থাকবেন না।”

সকালে বিএসএফের হেলিকপ্টারে চেপে নন্দীগ্রামে পৌঁছন তিনি। সেখানে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, “কোভিডের মধ্যেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে। যা কি না সম্পূর্ণ ভাবে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ। ভোটের পর এ ধরনের হিংসার কথা কোনও দিন শুনিনি। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img