হোমরাজ্যক্রমশ নামছে পারদ, ঠান্ডায় জবুথবু বাংলা, ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

ক্রমশ নামছে পারদ, ঠান্ডায় জবুথবু বাংলা, ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

ক্রমশ নামছে পারদ, ঠান্ডায় জবুথবু বাংলা, ১০ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। এখন ঠান্ডায় জবুথবু গোটা বাংলা। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ১০টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

এই জেলাগুলি হল, দুই চব্বিশ পরগণা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী দুই দিন গোটা এই কনকনে ভাব বজায় থাকবে।

দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে বড়দিনে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে৷ বড়দিনে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img