হোমঅন্যান্যআর্তের সেবায় হুগলির সিমলাগড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবা কেন্দ্র

আর্তের সেবায় হুগলির সিমলাগড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবা কেন্দ্র

আর্তের সেবায় হুগলির সিমলাগড়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবা কেন্দ্র

শতভিষা দত্ত, পান্ডুয়া : আর্ত এবং পিছিয়ে পড়া মানুষের জন্য হুগলির পান্ডুয়া থানার অধীন সিমলাগড়ে গ্রামীণ সেবা কেন্দ্র চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। এই উদ্যোগে জমির ব্যবস্থা সহ অন্যান্য কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ। আপাতত গড়ে তোলা হয়েছে তিনটি মন্দির।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানান, বাণপ্রস্থ আশ্রম, ছাত্রাবাস, বৃদ্ধাশ্রম ও চিকিৎসা কেন্দ্র খুব শিগগিরই চালু করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্ঘের সিমলাগড় শাখার প্রধান স্বামী সর্বত্মানন্দ সহ সঙ্ঘের অন্যান্য সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img