বাংলায় ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের শীর্ষ নেতারা দাবি করে চলেছেন, এবার ২০০-র বেশি আসনে জিতে নবান্নের দখল নেবে বিজেপি। কিন্তু সমীক্ষা রিপোর্ট অন্য কথা বলছে। সমীক্ষা অনুযায়ী, রাজ্যে বিজেপির আসন সংখ্যা ৮০-র বেশি হবে না।
আর এই সমীক্ষা রিপোর্টের পর বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দুটি বেসরকারি সংস্থাকে গোপনে এই সমীক্ষা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রিপোর্ট নিয়ে প্রকাশ্যে বিজেপির পক্ষ থেকে কিছু বলাও হয়নি।
তবে এই সমীক্ষার কথা ফাঁস হওয়ার পর অনেকটা সতর্ক হয়ে পা ফেলছেন দলের শীর্ষ নেতৃত্ব। ২০১৯-র লোকসভা নির্বাচনের আগেও একইভাবে এই দুটি সংস্থাকে সমীক্ষা করানো হয়েছিল। সেবার সমীক্ষায় বিজেপির সাফল্যের ইঙ্গিত দেওয়া হয়েছিল এবং যা অনেকটা মিলেও যায়। তাই এই সমীক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির।
এর আগে, তৃণমূলের রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, বিজেপির আসন কোনওভাবেই দুই অঙ্ক ছাড়াবে না।