পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।”
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধেয় কেন্দ্রের পক্ষ থেকে পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় নাম রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের।
অন্যদিকে, পদ্মশ্রী সম্মানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “ওরা জানে না আমি কে! এভাবে কেউ পদ্মশ্রী দেয়! নব্বই বছরে এসে আমায় পদ্মশ্রী নিতে হবে? ফোন করে বললেই আমি পুরস্কার নিতে চলে যাব? শিল্পীদের কোনও সম্মান নেই!”