ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্য। পরীক্ষামূলকভাবে কয়েকজন রোগীর ওপর প্রয়োগ করা হয়েছিল ক্যান্সারের নয়া ওষুধ। গবেষকদের বিস্মিত করে সব রোগীই সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের টিউমার পুরোপুরি নির্মূল হয়ে গিয়েছে। কোনও ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগের পর সব রোগীই একেবারে সেরে উঠেছেন, ক্যান্সার গবেষণার ইতিহাসে আগে কখনও এমনটি ঘটেনি।
আমেরিকায় তৈরি ক্যান্সারের এই নতুন ওষুধের নাম ‘ডস্টারলিম্যাব'(Dostarlimab)। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১৮ জন রোগীকে ৬ মাস ধরে এই ওষুধটি দেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে দেখা যায়, রোগীদের সবাই একেবারে সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের টিউমার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। শারীরিক পরীক্ষা, এন্ডোস্কোপি, টোমোগ্রাফি, PET স্ক্যান বা এমআরআই, সব রকমের টেস্ট চালিয়েও ওই রোগীদের দেহে টিউমারের কোনও অস্তিত্ব মেলেনি।
এই ওষুধ প্রয়োগের আগে ওই রোগীদের কেমোথেরাপি সহ প্রচলিত বিভিন্ন ধরনের পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছিল। মনে করা হয়েছিল, এই ওষুধের পর রোগীদের আবার অস্ত্রোপচার, কেমোথেরাপি ও রেডিয়েশনের মতো প্রথাগত চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁদের আর চিকিৎসার প্রয়োজন হয়নি।
যাঁদের ওপর এই পরীক্ষা চালানো হয়েছিল, তাঁরা মোটামুটি সবাই ক্যান্সারের একই পর্যায়ে ছিলেন। তাঁদের মলদ্বার ক্যান্সারে আক্রান্ত হলেও, তা অন্য অংশে ছড়িয়ে পড়েনি। আক্রান্তদের প্রতি তিন সপ্তাহ অন্তর Dostarlimab দেওয়া হয়েছিল।
নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যান্সার সেন্টার (Memorial Sloan Kettering Cancer Center)-এর চিকিৎসক Luis A Diaz বলেন, ক্যান্সারের চিকিৎসায় বিশ্বে এই প্রথম এ ধরনের সাফল্য মিলল। মলদ্বার ক্যান্সার বিশেষজ্ঞ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক Dr. Alan P. Venook বলেছেন, ট্রায়াল পর্যায়ে পুরোপুরি ক্যান্সার-মুক্তি ঘটেছে, এমন নজির বিশ্বে নেই। এই সাফল্যের পর এবার বৃহত্তর পর্যায়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন গবেষকরা।