বিখ্যাত ব্র্যান্ড ‘চায় সুট্টা বার’-এর নতুন আউটলেট এবার চালু হল খড়গপুরে। ভারতবাসীর কাছে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংস্কৃতিও। তাই কম দামে চায়ের প্রকৃত স্বাদ মানুষের কাছে পৌঁছে দিতে সুট্টা বারের আত্মপ্রকাশ।
ভারতের পশ্চিম, উত্তর এবং উত্তর-পশ্চিম অঞ্চলগুলিতে জনপ্রিয়তা অর্জনের পর এবার
পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের দিকের নজর দিয়েছে এই ব্র্যান্ড।
বর্তমানে দেশের ৭০টিরও বেশি শহরে এর আউটলেট রয়েছে। এর প্রতিষ্ঠাতা মধ্যপ্রদেশের সন্তান অনুভব দুবে এবং আনন্দ নায়ক। দৈনিক গড়ে প্রায় তিন লক্ষ ভাঁড় চা বিক্রি হয় এই ব্র্যান্ডের।