হোমরাজ্যপাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সাহায্য Students Health হোমের

পাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সাহায্য Students Health হোমের

পাহাড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সাহায্য Students Health হোমের

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে ত্রাণ এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে Students Health Home. মিরিক যাওয়ার পথে সৌরিনি এলাকার মানুষ সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার হয়েছেন। শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকার হোমের কার্যালয় আজ সকালে কম্বল, চাদর ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে হোমের সদস্যরা রওনা দেন। সৌরিনিতে ত্রাণ বণ্টন নিয়ে হোম কর্মীদের শাসক ও প্রধান বিরোধী দলের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

অন্যদিকে, স্টুডেন্টস হেলথ হোম আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্যরা চিকিৎসক উদয়ন মিত্রের নেতৃত্বে শালকুমারহাট অঞ্চলের দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী ও ওষুধ পৌঁছে দেন। শালকুমার হাটের জুম্মাটারি, নেপালি বস্তি ও শিশামারা নদীর ধারে নতুন পাড়ায় ত্রাণকার্যে অংশ নেন হোমের সদস্যরা।

জলপাইগুড়ির নাগরা কাটা ব্লকের অন্তর্গত বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ ও নাগরাকাটা ব্লক অফিস সংলগ্ন সুখানি বস্তিতে  ৩০০ পরিবারের হাতে শুকনো খাবার এবং মহিলাদের জন্য বস্ত্র তুলে দেওয়া হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img