হোমদেশ২ থেকে ১৮ টিকাকরণ, ট্রায়ালের ছাড়পত্র কোভ্যাক্সিনকে

২ থেকে ১৮ টিকাকরণ, ট্রায়ালের ছাড়পত্র কোভ্যাক্সিনকে

২ থেকে ১৮ টিকাকরণ, ট্রায়ালের ছাড়পত্র কোভ্যাক্সিনকে

করোনার দ্বিতীয় ঢেউয়ে কমবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। তৃতীয় ঢেউয়ে শিশুরাও বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে। তাই এবার ২ থেকে ১৮ বছর বয়সীদেরও টিকা দেওয়ার পথে এগোচ্ছে ভারত। এই লক্ষ্যে কোভ্যাক্সিনকে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞদের প্যানেল।

দিল্লি ও পাটনার এইমস এবং নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে এই ট্রায়াল হবে।

কোভ্যাক্সিন তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। এছাড়া পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকাও ভারতে দেওয়া। প্রথমে ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হলেও, যাঁদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে, এখন তাঁদেরও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img