হোমদেশখোলা বাজারেও মিলবে কোভ্যাক্সিন-কোভিশিল্ড, সম্মতি ডিসিজিআই-এর

খোলা বাজারেও মিলবে কোভ্যাক্সিন-কোভিশিল্ড, সম্মতি ডিসিজিআই-এর

খোলা বাজারেও মিলবে কোভ্যাক্সিন-কোভিশিল্ড, সম্মতি ডিসিজিআই-এর

করোনার দুই টিকা কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড এখন খোলা বাজারেও মিলবে। বৃহস্পতিবার এই টিকা বিক্রির ব্যাপারে সম্মতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)।

তবে ওষুধের দোকান থেকে কি এই টিকা কেনা যাবে? সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত দামে বেসরকারি ক্নিনিকে টিকা দুটি পাওয়া যাবে। লোকজন তা কিনতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগে বেসরকারি হাসপাতালে যে দামে বিক্রি হত, এখন ধাপে ধাপে তার থেকে কম দামেই বাজারে এই টিকা বিক্রি করা হবে।

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ওষুধ দোকানে আপাতত টিকা পাওয়া যাবে না। শুধুমাত্র হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিক টিকা কিনতে পারবেন সাধারণ মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, শর্তসাপেক্ষে প্রাপ্তবয়স্কদের শরীরে এই টিকা প্রয়োগের ক্ষেত্রে অনুমোদন মিলেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img