হোমদেশজয়ী দ্রৌপদী মুর্মুই, প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেল দেশ

জয়ী দ্রৌপদী মুর্মুই, প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেল দেশ

জয়ী দ্রৌপদী মুর্মুই, প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেল দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সেইসঙ্গে দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন তিনি। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দিলেন রেকর্ড ভোটে।

তৃতীয় রাউন্ডের গণনার শেষে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে গিয়েছেন দ্রৌপদী। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোটের হার ৫১.২ শতাংশ।  আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫,৪০,৯৯৬ ভোট। ইতিমধ্যেই তিনি পেয়ে গিয়েছেন ৫,৭৭,৭৭৭টি ভোট।

দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুর বাসভবনে গিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরা।

টুইটারে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা। দেশের প্রধান হিসেবে সবাই তাঁকে সম্মান জানাবে। দেশের সংবিধানের রক্ষাকর্তা, গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে তাঁর স্থান সর্বোচ্চ। বর্তমানে দেশ যখন নানা সমস্যার মুখোমুখি, তখন আপনি গুরুদায়িত্ব পালন করবেন।”

দ্রৌপদী মুর্মুর জন্ম ১৯৫৮ সালের ২০ জুন, ওডিশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে। ভুবনেশ্বরের রামাদেবী মহিলা কলেজের কলা বিভাগের স্নাতক দ্রৌপদী ওড়িশা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগে ক্লার্কের পদে চাকরিজীবন শুরু করেন। রাজনীতিতে আসার আগে তিনি রায়রাংপুরের শ্রী অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে শিক্ষিকার কাজও করেছেন।

১৯৯৭ সালে ওডিশার রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন। বলে বিজেপি-র তফসিলি উপজাতি মোর্চার সহ সভাপতি হয়েছিলেন দ্রৌপদী।  ২০০০ সালে রায়রাংরপুর কেন্দ্র থেকে বিধানসভা ভোটে জিতে নবীন পট্টনায়েক নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী হন তিনি। ২০০৪ সালে ওই কেন্দ্র থেকে ফের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরিবহণ, পশুপালন এবং মৎস্য দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁর হাতে।

২০০৭ সালে ওডিশার সেরা বিধায়ক হিসেবে নীলকণ্ঠ পুরস্কার পেয়েছিলেন দ্রৌপদী মুর্মু। ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হয়েছিলেন তিনি। ২০১৫ সালের ১৮ মে ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসেবে শপথ নেন তিনি। তিনিই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল, যিনি পুরো মেয়াদ শেষ করেছিলেন। তাঁর বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img