হোমঅন্যান্যশিয়ালদহের নতুন সিনিয়র ডিসিএম হলেন যশরাম মীনা

শিয়ালদহের নতুন সিনিয়র ডিসিএম হলেন যশরাম মীনা

শিয়ালদহের নতুন সিনিয়র ডিসিএম হলেন যশরাম মীনা

পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের নতুন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (সিনিয়র ডিসিএম) হলেন যশরাম মীনা। ২০০৭ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস (আইআরটিএস) অফিসার শ্রীমীনা রেলের পরিচালনা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

এর আগে তিনি সাড়ে তিন বছর আজমের ডিভিশনের সিনিয়র ডিসিএম এবং আড়াই বছর বিকানীর ডিভিশনের ডিসিএম হিসেবে দায়িত্বভার পালন করেছেন। তিনি রেলওয়ের সেফটি ও রুলসের ডেপুটি চিফ অপারেশনস ম্যানেজার হিসেবেও কাজ করেছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img