হোমPlot1অষ্টম পে কমিশনে সায় কেন্দ্রের, ৩ গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা

অষ্টম পে কমিশনে সায় কেন্দ্রের, ৩ গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা

অষ্টম পে কমিশনে সায় কেন্দ্রের, ৩ গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা

জল্পনা ছিলই। সেই জল্পনাকে সত্যি করে অবশেষে অষ্টম পে কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, খুব তাড়াতাড়ি কমিটির চেয়ারম্যান এবং দুই সদস্যকে নিযুক্ত করা হবে।

সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৩ গুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ করা হতে পারে। এর অর্থ হল, কর্মীদের বেসিক বেতন অনেকটা বাড়তে চলেছে।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন (বেসিক পে) মাসে ১৮ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে এই টাকার অঙ্ক ঠিক করা হয়েছিল। নতুন বেতন হারে তা পৌঁছে যেতে পারে ৫১ হাজার ৪৮০ টাকায়। ষষ্ঠ বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ছিল মাসে সাত হাজার টাকা।

সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তাই ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর করতে চায় কেন্দ্রীয় সরকার। তেমনই ইঙ্গিত দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতার কাঠামো নির্ধারণ করে থাকে বেতন কমিশন। সেইসঙ্গে বেতন বৃদ্ধিরও সুপারিশ করে থাকে এই কমিশন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img