হোমপরিবেশবৈদ্যুতিন বর্জ্য : বিশ্ব পরিবেশের সামনে নয়া চ্যালেঞ্জ

বৈদ্যুতিন বর্জ্য : বিশ্ব পরিবেশের সামনে নয়া চ্যালেঞ্জ

বৈদ্যুতিন বর্জ্য : বিশ্ব পরিবেশের সামনে নয়া চ্যালেঞ্জ

কম্পিউটার, টিভি, মোবাইল থেকে বিভিন্ন ধরনের বাতিল বৈদ্যুতিন সামগ্রী (Electronic Waste) গোটা দুনিয়ার পরিবেশের পক্ষে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে চলেছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে তেমন কোনও চর্চা হয়নি। এর মধ্যেই কয়েকজন পরিবেশপ্রেমী এ সম্পর্কে মানুষকে সচেতন করার কাজে উদ্যোগী হয়েছেন। এঁদেরই একজন হলেন ড. স্বাতী চক্রবর্তীর (নন্দী)।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল ড. স্বাতী চক্রবর্তীর বই “Electronic Waste: A Growing Concern in Environment”.  গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভাগীয় প্রধান স্বাতী নিজে একজন পরিবেশপ্রেমী ও গবেষক। বিষয়টি বিভিন্ন সময়ে লেখালেখিও করেছেন। স্বাতী বলেন, এই বইয়ে তিনি এমন কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন, যার মাধ্যমে বৈদ্যুতিন বর্জ্যের বিপদ সম্পর্কে মানুষ অনুধাবন করতে পারবেন। পাশাপাশি কীভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে, তারও পথ খোঁজার চেষ্টা করেছেন স্বাতী। বইপ্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র প্রমুখ।

স্বাতীর ব্যতিক্রমী ভাবনার প্রশংসা করেছেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং। তাঁর কথায়, “এই বইয়ে স্বাতী এমন একটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক হয়ে উঠবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img