সুব্রত মুখোপাধ্যায়, প্রবীণ নেতা ও মন্ত্রী
গায়ক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় তো তুলনাহীন বটেই। আজও তাঁর মত গানের শিল্পীর কোনও জুড়ি নেই। ওই গলা, সেই গান একশ বছরেও একই রকম জনপ্রিয়। এটাই প্রমাণ করে তিনি কত বড় মাপের শিল্পী ছিলেন।
আমাদের একডালিয়া পার্কের দুর্গা পূজার অনুষ্ঠানে তিনি বহুবার এসে গানে মাতিয়ে দিয়েছিলেন। একটার পরে একটা গানে শ্রোতাদের মন ভরিয়ে দিতেন। সে স্মৃতি কেউ কি ভুলতে পারে ?
আমি গানের জগতের মানুষ নই। ওঁনার গান সম্পর্কে গুণীজনে বলবার অধিকারী। ব্যক্তিগতভাবে ওঁর ও পরিবারের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
উনি ছিলেন খুব বড় মাপের, বিশাল হৃদয়বান একজন খাঁটি বাঙালি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই কথা বলছি।
হেমন্তবাবুকে একবার আমার গ্রামের বাড়িতেও নিমন্ত্রণ করেছিলাম। উনি সারাদিন কাটিয়েছেন গল্পগুজব করে, জমিয়ে আড্ডা দিয়ে। আর গান তো হতই।
ধুতি শার্ট পরা মানুষটি ছিলেন খুবই উঁচু মাপের। শুধুই শরীরটা উঁচু ছিল না, মনটাও ছিল অনেক বড়। উনি আমার বিয়ের অনুষ্ঠানেও এসে অভিভাবকের মত দাঁড়িয়ে ছিলেন, আমাদের প্রাণঢালা আশীর্বাদ করেছিলেন। ওঁনার জন্মশতবার্ষিকীতে আমার বিনম্র প্রনাম জানালাম।